শুধু একটি বিশ্বকাপই নেই ক্রিস্তিয়ানো রোনালদোর। এছাড়া জিতেছেন ইউরো, চ্যাম্পিয়নস লিগ, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্টসহ সম্ভব সব শিরোপাই। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ৮৯৯ গোলের রেকর্ডও রোনালদোর।
তবে এখানেই থামতে চান না রোনালদো। ইংল্যান্ডের কিংবদন্তি ডিফেন্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সাবেক সতীর্থ ও বন্ধু রিও ফার্ডিনান্ডের ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে রোনালদো জানালেন, ‘‘১০০০ গোল করতে চাই আমি। চোটে না পড়লে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাড়া করার জন্য এটাই আমার কাছে সেরা মাইলফলক। প্রথমে ৯০০ গোল, তারপর আমার চ্যালেঞ্জ ১০০০ গোল।’’
অফিসিয়ালি না হলেও পেলে, দি স্তেফানো, ইউসেবিও, রোমারিও’র গোল ১২০০’র বেশি বলে দাবি করেন অনেকে। তাই হয়তো রোনালদো বলে বসেন, ‘‘কিন্তু একটাই পার্থক্য, আমি যা গোল করেছি তার ভিডিও আছে। প্রমাণ করতে পারব এসব বাস্তব।’’
রিও ফার্ডিনান্ড ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলেন, ‘‘তুমি কী দি স্টেফেনোর কথা বলতে চাইছো বা পেলে, ইউসেবিওর কথা (গোলের সংখ্যা)।’’ কারণ তখন ক্যামেরার ব্যবহার ছিল না।
জবাবে রোনালদো, ‘‘আমি তাদের সবাইকেই সম্মান করি। আমার গোলগুলো আসলেই গোল হয়েছে। তবে যদি আরও গোল চাও, অনুশীলনেরগুলো যোগ করতে পারো। তারপর হয়তো লোকের কাছে নিজেকে প্রমাণ করতে পারব। তারা এই খেলোয়াড়কে পছন্দ করে নাকি ওই খেলোয়াড়ই সেরা। আমি এটা নিয়ে ভাবি না।’’
কিছুদিন আগে রোনালদো বলেছিলেন, অবসর নিলে কাউকে জানাবেন না। নিজের যখন মনে হবে, ফুটবল থেকে সরে দাঁড়াবেন তখনই। এরপর জড়াতে চান না কোচিংয়েও। এবার রিও ফার্ডিনান্ডকে অবসর নিয়ে বললেন, ‘‘ কবে শেষ করব জানি না। যত খেলা যায়, ততই শেখার সুযোগ। তবে একটি ব্যাপার শিখেছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হয়। কেননা আগামীকাল কী হবে, আমরা জানি না কেউ।’’