‘‘আমি রেকর্ড তাড়া করি না, রেকর্ডই আমার পেছনে ছুটে’’- সৌদি প্রো লিগে নতুন রেকর্ড গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
সেই রেকর্ড তাড়া করল সৌদি আরবেও। সৌদি প্রো লিগ ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ৩৫ গোলের নজির এখন রোনালদোর।
আল ইত্তিহাদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল আল নাসর। ৪-২ গোলে জিতে রানার্সআপ হিসেবে মৌসুম শেষ করেছে আল নাসর। এই জয়ে জোড়া গোল রোনালদোর। তাতেই মৌসুমটা তিনি শেষ করলেন রেকর্ড ৩৫ গোল করে।
🚨🇵🇹 Cristiano Ronaldo also becomes the first player ever to be topscorer in four different leagues.
— Fabrizio Romano (@FabrizioRomano) May 27, 2024
👟✨ La Liga (x3)
👟✨ Serie A
👟✨ Premier League
👟✨ Saudi Pro League pic.twitter.com/mo33ATGWu9
এর আগে সৌদি প্রো লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি ৩৪ গোলের নজির ছিল আব্দেরাজ্জাক হামদাল্লার। ২০১৮-১৯ মৌসুমে আল নাসরের হয়েই রেকর্ডটা গড়েছিলেন তিনি। হামাদাল্লাহ রেকর্ডটি গড়েছিলেন ২৬ ম্যাচে, রোনালদো যা ভেঙেছেন ৩১ ম্যাচ খেলে।
পাশাপাশি আরও একটা রেকর্ড গড়েছেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে চারটি আলাদা লিগে এক মৌসুমে করলেন সবচেয়ে বেশি গোলের নজির। এর আগে তিনি টপ স্কোরার হিসেবে মৌসুম শেষ করেছেন লা লিগা, সিরি ‘এ’ ও প্রিমিয়ার লিগে।
🇵🇹💥 Cristiano Ronaldo was electrified after setting a new record in the Saudi Pro League with 35 goals in a single season… 💪
— CentreGoals. (@centregoals) May 27, 2024
His passion for the game is still burning strong at 39 years old 🐐🥶
pic.twitter.com/drK4cSWVgZ
২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো যোগ দিয়েছিলেন আল নাসরে। ক্লাবের হয়ে ৬৯ ম্যাচে তার গোল ৬৪টি।
আল হিলালের চেয়ে ১৪ পয়েন্ট কম পেয়ে এই মৌসুমটা শেষ করল আল নাসর। তবে তৃতীয় হওয়া আল আহলির চেয়ে তারা এগিয়ে ১৭ পয়েন্টে। আগামী শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর। ম্যাচটা জিতলে শিরোপা জিতে রোনালদো শেষ করতে পারবেন মৌসুমটা।