রেকর্ড তার পায়ে লুটোপুটি খায়। বৃহস্পতিবার রাতেই যেমন ৯০০ গোলের নতুন উচ্চতায় উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে তার ট্রফির ছড়াছড়ি। আফসোস শুধু একটাই- কখনও বিশ্বকাপ জেতা হয়নি। অবশ্য এতে রোনালদোর কোনও আফসোস নেই। কারণ ইউরো জয়ই তার কাছে বিশ্বকাপ জেতার সমান।
২০০৪ সাল, তখন ক্যারিয়ারের ঊষালগ্নে ছিলেন রোনালদো। ওই সময় ইউরো হারের বেদনায় নীল হয়েছিলেন তরুণ রোনালদো। তবে ২০১৬ সালে এসে শাপমোচন হয় পর্তুগালের। ফ্রান্সকে হারিয়ে ঘরে তোলে ইউরো চ্যাম্পিয়নশিপ। পর্তুগালের ফুটবল ইতিহাসে এটাই তাদের সর্বোচ্চ অর্জন।
বিশ্বকাপ জেতার সুযোগ হয়নি রোনালদো ও পর্তুগালের। কখনও ফাইনালেও খেলা হয়নি তার। তাতে কোনও আক্ষেপ-হতাশা নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। তার চোখে ইউরো চ্যাম্পিয়নশিপের অবস্থান বিশ্বকাপ জয়ের পর্যায়ে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগে লক্ষ্যভেদ করে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এরপর বিশ্বকাপ প্রসঙ্গে আল নাসর ফরোয়ার্ড বলেছেন, “পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জেতার সমান। পর্তুগালের হয়ে ইতিমধ্যে আমি দুটি ট্রফি জিতেছি, যেটা আমি খুব করে চেয়েছিলাম। ফলে এটা (বিশ্বকাপ) আমাকে মোটেও উৎসাহী করে না।”
গোলের নতুন উচ্চতায় ওঠার পরও রোনালদো নির্ভার। তার কাছে এটা অন্য যেকোনও মাইলফলক স্পর্শ করার মতো ব্যাপার, “৯০০ গোল অন্য যেকোনও মাইলফলকের মতোই। তবে এটা ঠিক এই ৯০০ গোল করতে প্রতিদিন কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, সেটা আমি জানি।”
সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, “নিশ্চয় আমার ক্যারিয়ারের অসাধারণ একটা মাইলফলক। তবে আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে!”