Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

৯০৭ নম্বর গোল করে রোনালদোর ৪ শব্দের বার্তা

ronaldo-032
[publishpress_authors_box]

নাটকীয় জয় পেয়েছে আল নাসর। সৌদি প্রো লিগে আল-শাবাবের বিপক্ষে ৯৭ মিনিটের পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় রিয়াদের ক্লাবটির। পেনাল্টি থেকে গোলটি করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ৯০৭তম গোল করার পর ৪ শব্দের বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।

আল-শাবাবের মাঠে ৬৯ মিনিটে আল নাসর এগিয়ে যায় আইমেরিক লাপোর্তের গোলে। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলি আলহাসানের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আল-শাবাব। ড্র হতে যাওয়া ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন রোনালদো। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে আল নাসরকে এনে দেন ২-১ গোলের জয়।

ক্যারিয়ারের অসংখ্যবার ম্যাচের ফল গড়ে দিয়েছেন রোনালদো। সবশেষ সেই তালিকায় যোগ হলো আল-শাবাবের ম্যাচ। নিশ্চিত জিততে যাওয়া ম্যাচ শেষ মুহূর্তের গোলে ড্রয়ের শঙ্কা জন্মায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ায় দৃঢ় মানসিকতা ফুটে উঠেছে আল নাসরের।

ম্যাচ শেষে রোনালদো সেটিই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে। পর্তুগিজ যুবরাজ ৪ শব্দে লিখেছেন, “আমরা হাল ছাড়ি না।”

৩৯ পেরিয়ে যাওয়া রোনালদোর ফুটবলে এখনও তারুণ্যের ছাপ। প্রতিনিয়ত গোল করে যাচ্ছেন। ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে সংখ্যাটা এখন নিয়ে গেলেন ৯০৭ নম্বরে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কোথায় গিয়ে থামবেন, সেটাই দেখার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত