গণভবনের ভেতরে প্রবেশের পরপরই সেখানকার জিনিসপত্র খুলে নিয়ে যেতে শুরু করেন বিক্ষুব্ধ মানুষ। ছবি : সকাল সন্ধ্যানিয়ে যাওয়া হচ্ছে গণভবনের চেয়ার। ছবি : সকাল সন্ধ্যাগণভবন থেকে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র খুলে মাথায় করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের নিরাপত্তায় একসময় ব্যবহার হতো এই তারকাঁটা। সেখান থেকে তা তুলে নিয়ে যাচ্ছেন একজন। ছবি : সকাল সন্ধ্যাগণভবন থেকে বের চেয়ার বের করে এনে বাইরে বসে আছেন এই ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাগণভবন থেকে এক কৌটা চা পাতা নিতে পেরেছেন এই ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাগণভবন থেকে ফেরার পথে সেখান থেকে দুটি মানপত্র নিয়ে এসেছেন একজন। ছবি : সকাল সন্ধ্যাস্পিকার বা কাপড় ইস্ত্রি করার যন্ত্রও নিতে ভোলেননি বিক্ষুব্ধ মানুষ। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের কার্পেট আর সুটকেস, দুটোই সংগ্রহ করতে পেরেছেন এই ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন কয়েক ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাগণভবনে থাকা বই আর গাছের চারাও নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের নিরাপত্তায় থাকা সিসি ক্যামেরাও নিয়ে যাচ্ছেন একজন। ছবি : সকাল সন্ধ্যাচায়ের কাপ মেলেনি, তাতে কী! পিরিচ তো পাওয়া গেছে। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের ফ্রিজে থাকা মাছ যাচ্ছে বিক্ষুব্ধ জনতার বাড়ি। সেখানেই হয়ত রান্না করে খাওয়া হবে এগুলো। ছবি : সকাল সন্ধ্যাগণভবন থেকে এই নারী নিতে পেরেছেন দুটি ক্যাবিনেট। যার একটির ড্রয়ার হয়ত খুলে নিয়েছেন অন্য কেউ। ছবি : সকাল সন্ধ্যাড্রয়ারভর্তি নানারকম বই নিয়ে বের হচ্ছেন একজন। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের বিছানার ম্যাট্রেস, সেটিও নিতে ভোলেননি এই ব্যক্তি। ছবি : সকাল সন্ধ্যাগণভবনে বা এর আশপাশে আলো দেওয়া ফ্লাডলাইট খুলে নিচ্ছেন একজন। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের ভেতরের ছবি। ট্রাঙ্ক থেকে শুরু করে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে বিজয়সূচক চিহ্ন দেখান বিক্ষুব্ধ জনতা। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের ভেতর থেকে বের করে আনা সোফায় বসে আছেন দুজন। ছবি : সকাল সন্ধ্যাগণভবনে পাওয়া পুরোনো দিনের একটি ছবি, সেটি তুলে নিয়েছেন এক তরুণী। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের চেয়ার, টেবিল, পতাকা, টুল, ট্রাঙ্ক, ফ্যান, গাছ, কৃত্রিম ফুলের ঝাড়; কিছুই ফেলে যাননি বিক্ষুব্ধ জনতা। ছবি : সকাল সন্ধ্যাদুজনে মিলে বহন করে নিয়ে যাচ্ছেন গণভবনের একটি স্টিলের খাট। তাতে রয়েছে ম্যাট্রেসও। ছবি : সকাল সন্ধ্যাগণভবনের দেওয়ালের শোভা বর্ধনকারী এই ছবিটিও খুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যাগুরুত্বপূর্ণ নথিও নিতে ভোলেননি সাধারণ মানুষ। ছবি : সকাল সন্ধ্যাপ্লাস্টিকের চেয়ার, সিন্দুক কিংবা নোংরা ড্রামও ফেলে যায়নি কেউ। ছবি : সকাল সন্ধ্যাসুযোগ পেয়ে গণভবনের ভেতরের লেকে নেমে খানিক জলকেলি করেন বিক্ষুব্ধ জনতা। ছবি : সকাল সন্ধ্যা