ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইরানের রাজধানী তেহরানে রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গেছে সাধারণ মানুষকে।
বিবিসি জানিয়েছে, রাস্তায় নেমে উল্লাসরত ইরানিদের অনেকের হাতে ইরান ও হিজবুল্লাহ পতাকার পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহর ছবি ছিল।
রাস্তায় নেমে আসা অনেক ইরানিকে আতশবাজি ফোটাতে দেখা গেছে। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।
এ ছাড়া তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরেও জড়ো হন অনেকে। গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরও ব্রিটিশ দূতাবাসের বাইরে জড়ো হয়েছিলেন সাধারণ ইরানিরা।
গত শুক্রবার লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলকে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে লোকজনকে সতর্ক করা হয় এবং নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়।
পরে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয়।
তাদের বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার অনেকগুলোই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে।
ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে অন্তত দুইজন আহত হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে ইরানের ‘বড় ভুল’ হিসাবে আখ্যা দিয়ে এর জন্য তাদের ‘পরিণাম ভোগ করতে হবে’ বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের বিপ্লবী রেভল্যুশনারি গার্ড বলছে, সাম্প্রতিক সময়ে হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে তারা ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
পাশাপাশি ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিলে তাদের ওপর আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে বিপ্লবী রেভল্যুশনারি গার্ড। তারা বলছে, ইসরায়েল হামলার জবাব দিলে এরপর দেশটির সবকিছুকে লক্ষ্য করে তারা আরও বড় হামলা চালাবে।