সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় চট্টগ্রামে সহিংসতা-নাশকতার অভিযোগে আরও একটি মামলা করেছে পুলিশ। এনিয়ে শুধু চট্টগ্রাম মহানগরীতেই মামলার সংখ্যা দাঁড়ালো ১৯টিতে।
শনিবার নগরীর আকবরশাহ থানায় করা এই মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আসামি করেছে পুলিশ। সেই সঙ্গে আরও ৭০ থেকে ৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শুক্রবার থেকে ২৪ ঘণ্টায় এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২৭ জনকে। সব মিলে গত ১১ দিনে চট্টগ্রাম মহানগরীতে গ্রেপ্তার করা হয়েছে মোট ৪৭৬ জনকে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো তারেক আজিজ সকাল সন্ধ্যাকে বলেন, “কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম মহানগরীতে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ১৯ মামলায় গত ২৪ ঘণ্টায় ২৭ জনসহ মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আকবরশাহ থানায় করা মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।”
কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। মাসের মাঝামাঝিতে আন্দোলন আরও তীব্র হয়। ১৬ জুলাই থেকে আন্দোলন সহিংস হয়ে উঠলে এখন পর্যন্ত চট্টগ্রামে প্রাণ হারান মোট সাতজন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নগরজুড়ে সহিংসতার ঘটনায় নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালী, বাকলিয়া ও খুলশী, হালিশহর থানায় পুলিশ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ১৮টি মামলা করেন। বেশিরভাগ মামলাতেই আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।