ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর একে একে দায়িত্ব ছাড়ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদত্যাগের এই মিছিলে যোগ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু তাহেরের নাম।
রবিবার রাতে তিনি নিজের পদত্যাগপত্রটি ইমেইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়েছেন। একইসাথে পদত্যাগপত্র গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছেও পাঠিয়েছেন।
উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় পদত্যাগ করতে হলো অধ্যাপক তাহেরকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুক্রবারের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের সব কর্মকর্তাকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল।
সেই সময়ের মধ্যে কেউই পদত্যাগ করেননি। শনিবার বিকালে প্রক্টরিয়াল বডি এবং তিন আবাসিক হল প্রভোস্ট পদত্যাগ করেন।
বাকিরা পদত্যাগ না করায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে উপাচার্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করে।
এরপর রবিবার পদত্যাগ করেন বাকি আবাসিক হলের প্রভোস্টরা। তাদের পর রাতেই উপাচার্যের পদত্যাগের খবর আসে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বলেছেন, “রবিবার রাতে উপাচার্য ড. মো. আবু তাহের স্যার পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন।”
সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাকি দুই উপ উপাচার্য এখনও পদত্যাগ করেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবাসিক হলগুলো এখনও বন্ধ। ১৮ আগস্ট হল খুলবে এবং ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। শাটল ট্রেন চলাচল শুরু হবে ১৬ আগস্ট। এখন আবাসিক হলে থাকার জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া চলছে।