দেশের দুটি সিটি করপোরেশেনে মেয়র পদে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ময়মনসিংহ সিটিতে ভোট পড়েছে ৪২ শতাংশ। অন্যদিকে একই সময় পর্যন্ত কুমিল্লা সিটিতে ভোট পড়েছে ৩৩ শতাংশ।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সকাল সন্ধ্যাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনের অ্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেলা ২টা পর্যন্ত ময়মনসিংহে ৪২ শতাংশ ও কুমিল্লায় ৩৩ শতাংশ ভোট পড়েছে।”
এর আগে বেলা ১২টা পর্যন্ত ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ এবং কুমিল্লা সিটিতে ২৫ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিল ইসি।
দুই সিটি করপোরেশন নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ শনিবার স্থানীয় সরকারের ২৩৩ জনপ্রতিনিধি নির্বাচনে ভোট চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে, ভোট চলাকালে কিছু কিছু স্থানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বরগুনার আমতলী পৌরসভায় জাল ভোট দেওয়ার ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরায় জাল ভোট দিতে গিয়ে এক প্রবাসী এবং গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ জন গ্রেপ্তার হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরীর ১২৮টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। ভোট উপলক্ষে নগরের সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।
ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন- সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।ময়মনসিংহ সিটিতে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন, যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ ও ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া। ১১নং ওয়ার্ডে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু (টেবিলঘড়ি), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার (বাস), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান (হাতি) এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন (ঘোড়া)।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।