Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কারফিউ আবার সারাদেশে অনির্দিষ্টকাল  

কারফিউ চলাকালে ঢাকার সড়কে দেখা যায় সেনা সদস্যদের টহল। ঢাকার আরামবাগ এলাকা থেকে তোলা ছবি - সকাল সন্ধ্যা
কারফিউ চলাকালে ঢাকার সড়কে দেখা যায় সেনা সদস্যদের টহল। ঢাকার আরামবাগ এলাকা থেকে তোলা ছবি - সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের ঘিরে সহিংসতা চলার মধ্যে আবার সারাদেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জানানো হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গত ১৫ জুলাই সহিংসতায় গড়িয়ে দেড় শতাধিক মানুষের প্রাণহানির পর গত ১৯ জুলাই কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার।

এরপর ২৪ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ চলবে।  

তবে কয়েক দফায় কারফিউ শিথিল করা হয়।  

কারফিউ জারির পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ হতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

“জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে।”

চলমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নামা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার অনুরোধও রাখা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত