Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ১৫ ঘণ্টা

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উল্লেখিত চার জেলা বাদে দেশের অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও এ সময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অসহযোগ আন্দোলন না করে তাদের ঘরে ফেরা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন আন্দোলন করছে বিএনপি-জামায়াত। এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে। তাদের আলোচনায় যাওয়া উচিত।”

আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, “এ পর্যন্ত ১৩৪ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদেরও জামিন দেওয়া হবে। ছেড়ে দেওয়া হবে। তবে যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ছাড়া হবে না।”

তার পদত্যাগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সব সময় দেশের জন্য কাজ করি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা যা হবে তা মেনে নেব।”

ছাত্রলীগ-যুবলীগের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যদি মারে, তাহলে তো কেউ বসে থাকবে না। আবার পুলিশ আঘাত পেলে তো সেলফ ডিফেন্স করবেই।” বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত