Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সাগরে লঘুচাপ আরও ঘণীভূত

ss-cyclone-27-11-23
[publishpress_authors_box]

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘণীভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে কোন উপকূল দিয়ে যাবে তা এখনও পরিষ্কার নয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সকাল সন্ধ্যাকে বলেন, “বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তৈরি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এরপরের ধাপটি হচ্ছে নিম্নচাপ। এরপরই সেটা ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তবে তা কোন উপকূল দিয়ে যাবে, তা এখনও পরিস্কার নয়।”

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান ওমর ফারুক।

এই লঘুচাপের সময়েও দেশে তাপমাত্রা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, “যদি ঝড়বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তা না হলে তাপপ্রবাহ আরও এলাকাজুড়ে বিস্তারের শঙ্কা রয়েছে।”

মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে বলে জানান ওমর ফারুক।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া বিভাগের শনিবারের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায়, যেমন- ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত