Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রেমাল গভীর নিম্নচাপে পরিণত, মহাবিপদ সংকেত নামল

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন। ছবি : সকাল সন্ধ্যা
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে দেশের সমুদ্রবন্দরগুলোতে জারি করা মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরে ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত ৮টার কিছু পরে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। সেই সময়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে পুরো উপকূল অতিক্রম করে যাবে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনার কয়রায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গভীর নিম্নচাপটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত