Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

স্বাস্থ্যের ডিজির অপসারণসহ ড্যাবের ৭ দাবি

ss-dab-7-9-24
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিল চেয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে রাজনীতি বন্ধ না করার পক্ষে মত দিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কারে স্বাস্থ্য উপদেষ্টাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সাত দফা দাবির কথা জানান।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ড্যাবের মহাসচিব মো. আবদুস সালাম। তিনি অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক রোবেদ আমিনের দুর্নীতির বিবরণ দিয়ে বলেন, “স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ পদ থেকে নীতিভ্রষ্ট ব্যক্তিকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

সেইসঙ্গে স্বাস্থ্য খাত সংস্কারে সরকারের করা কমিটিকে অত্যন্ত দুর্বল মন্তব্য করে কমিটি পুর্নগঠনের দাবি জানান। তিনি বলেন, “কমিটির অনেকেরই এই খাত সর্ম্পকে গভীর ধারণা নেই, তারা এই খাতের প্রতিনিধিত্ব করেন না।”

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ বলেন, “স্বাস্থ্যখাতে সংস্কার কাজ অগ্রসর হয়নি। গত ১৬ থেকে ১৭ বছর ধরে যারা দুর্নীতি করছে, তাদেরই আবার পুনর্বাসিত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নানা ধরনের সংস্কার কাজ চোখে পড়লেও স্বাস্থ্যখাত স্থবির।”

সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরে ড্যাব। এর মধ্যে অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিলসহ আরও রয়েছে, আন্দোলনের সময় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে অস্বীকার করা চিকিৎসকদের নিবন্ধন বাতিল, বঞ্চিতদের দ্রুত পদায়ন ও পদোন্নতি, স্বাস্থ্য খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, সব ধরনের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়ন, হয়রানিমূলক বদলি বাতিল এবং স্বাস্থ্য সংস্কার কমিটি পুনর্গঠন।

এসব দাবির প্রতিটিকে যুক্তিসংগত বলে মন্তব্য করে সংগঠনটি জানিয়েছে, এই সাত দফা না মানলে চিকিৎসকরা সারা দেশে আন্দোলন করবে।

গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার তীব্র আন্দোলনে সরকার পতনের পর দেশের অনেক মেডিকেল কলেজগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। কিন্তু কলেজগুলোতে ছাত্র রাজনীতির পক্ষে কথা বলে হারুন আল রশীদ বলেন, “ছাত্র রাজনীতি থাকবে। সেখানে ড্যাব-স্বাচিপও (আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ) থাকবে। সঙ্গে বিভিন্ন স্টেকহোল্ডার থাকবে।

“তা না হলে তো আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল ব্যান করে দিতে হবে।”

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে সব ধরনের সহায়তা করতে ড্যাব প্রস্তুত জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতেই এই বিপ্লবী সরকার। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারের পতন মানে আমাদের সবার পতন। স্বৈরাচারের পুনঃআবির্ভাব। কাজেই উপদেষ্টার পদত্যাগ আমরা চাই না। এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

“তবে একটা কথা খুব পরিষ্কার, যদি এই সরকারের কোনও অংশ স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চালায়, সে যেই হোক আমরা তার বিরুদ্ধে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত