বার্সেলোনা একাডেমিতেই বেড়ে উঠেছিলেন দানি ওলমো। ১৬ বছর বয়সে বার্সেলোনা ছেড়ে যোগ দেন ডিনামো জাগরেবে। এরপর লিপজিগ হয়ে এই মৌসুমে ফিরে এসেছেন শৈশবের ক্লাবে। তবে আর্থিক কারণে লা লিগায় নথিভুক্ত হচ্ছিল না ওলমোর নাম।
প্রথম দুই ম্যাচে তাই খেলা হয়নি ওলমোর। মঙ্গলবার শেষ হলো সেই অপেক্ষার। সকালে নিবন্ধন শেষে রাতেই অভিষেকে বার্সার নায়ক ২৬ বছরের ওলমো। বদলি হয়ে নামার পর তার ৮২ মিনিটের গোলে রায়ো ভায়োকানোকে হারিয়েছে বার্সেলোনা। ২০১৮ সালের পর লা লিগায় এবারই প্রথম ভায়োকানোর মাঠে জিতল তারা।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুটা দুর্দান্তই হলো কাতালানদের। তারপরও ম্যাচের শেষ দিকে মার্ক বার্নাল এসিএল ইনজুরিতে পরায় বিষাদের ছায়া বার্সায়। মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ১৭ বছরের এই তরুণ মাঠ ছেড়ে যান শেষ মিনিটে।
কোচ হান্সি ফ্লিক তার ইনজুরি নিয়ে জানালেন, ‘‘জয়টা ছিল বিষাদে ভরা কারণ বার্নেল চোটে পড়েছে। ওর চোটটা খারাপই মনে হচ্ছে। আমরা জিতেছি ঠিক আছে কিন্তু ড্রেসিংরুমের কেউ খুশি নয় (সতীর্থের চোটের জন্য)। মাত্র ১৭ বছল বয়সে খুব ভালো খেলেছে ও, তাই ছেলেটার ইনজুরিতে কষ্ট পেয়েছে সবাই।’’
লোপেজের ৯ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল রায়ো ভায়োকানো। ৫৮তম মিনিটে ওলমোর ৩০ গজ দূর থেকে নেওয়া শট ফিরে আসে ক্রসবারে লাগে। ৬০ মিনিটে সমতা ফেরান পেদ্রি। ডিবক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ৮২ মিনিটে ওলমোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
বাইলাইনের কাছ থেকে ইয়ামালের কাটব্যাক বক্সে পান ওলমো। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে নেওয়া বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি। ম্যাচ শেষে ওলমোর সন্তুষ্টি, ‘‘বার্সায় আবারও ফিরে আসাটা স্বপ্নের মতো। জানতাম ক্লাব আমার নাম নথিভুক্ত করবে দ্রুতই। সেটা হওয়ার পর গোল আর জয়ে শুরু করতে পেরে খুশি আমি।’’