স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন ইউরোপেরই আরেক দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী। তবে ডেনিশ প্রধানমন্ত্রীর ওপর হামলাকারী সশস্ত্র ছিলেন না এবং আঘাতও গুরুতর নয়।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কুলতরভেত চত্বর এলাকায় হামলার শিকার হন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
ইউরোপীয় পার্লামেন্টের আসন্ন নির্বাচনে নিজ দল সোশাল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের নির্বাচনী প্রচারে অংশ নিতে শুক্রবার ওই এলাকায় গিয়েছিলেন ডেনিশ প্রধানমন্ত্রী। ফেরার পথে হঠাৎই এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দিকে হেঁটে আসেন এবং তার কাঁধে আঘাত করেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলতরভেত এলাকায় এক লোক প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে মারধর করেন, যাকে পরবর্তী সময়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক।”
পুলিশ বলেছে, তারা একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের নির্বাচনের মাত্র দুই দিন আগে এই হামলার ঘটনা ঘটল।
ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এটিকে একটি ‘ঘৃণ্য কাজ’বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “আমরা যা বিশ্বাস করি ও ইউরোপে আমরা যার জন্য লড়াই করি, এই ঘটনা তার বিরুদ্ধে যায়।”
হামলার দুই প্রত্যক্ষদর্শী ম্যারি অ্যাড্রিয়ান ও অ্যানা র্যাভন স্থানীয় সংবাদপত্র বিটিকে বলেন, “বিপরীত দিক থেকে আসা এক লোক তার (প্রধানমন্ত্রী) কাঁধে একটি জোরালো ধাক্কা করে, যার ফলে প্রধানমন্ত্রী একপাশে কাত হয়ে পড়েন।”
তবে ধাক্কাটি জোরালো হলেও প্রধানমন্ত্রী মাটিতে পড়ে যাননি বলে জানান ওই দুই প্রত্যক্ষদর্শী।
ডেনমার্কের গণমাধ্যম টিভি টু জানিয়েছে, ডেনমার্কের রাজনৈতিক দল সোশাল ডেমোক্র্যাটস-এর নেতা ও দেশটির প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এ ঘটনার আগে তার দলের প্রধান প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোসের সঙ্গে একটি ইউরোপীয় নির্বাচনী ইভেন্টে অংশ নিয়েছিলেন।
ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল সোশাল ডেমোক্র্যাটস। তারা এখনও নির্বাচনে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তাদের সমর্থন অনেকটাই কমে গেছে।
৪৬ বছর বয়সী ফ্রেডেরিকসেন ২০১৯ সালে মধ্য-বামপন্থী সোশাল ডেমোক্র্যাটস-এর নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন। ডেনমার্কের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ত ফিৎসোর ওপর ভয়াবহ বন্দুক হামলার এক মাসেরও কম সময়ের মাঝে ডেনিশ প্রধানমন্ত্রীর ওপর এই হামলা হলো।
গত ১৫ মে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোর ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছিল। কয়েকটি গুলি শরীরে বিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান ফিৎসো।
তথ্যসূত্র: বিবিসি ও রয়টার্স