Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

রিটায়ার্ড আউটের পর নামলেন ভিসা, এরপর জানালেন বিদায়

ডড৪
[publishpress_authors_box]

প্যাড পড়ে ব্যাট হাতে প্রস্তুতই ছিলেন ডেভিড ভিসা। তাই বলে সতীর্থ রিটায়ার্ড আউট হবে আর তিনি ব্যাট করতে নামবেন, ভাবেননি এটা। তাই হলো। বিশ্বকাপে প্রথমবার রিটায়ার্ড আউট হয়ে ক্রিজ ছাড়লেন নামিবিয়ার নিকোলাস ডেভিন।

১ ছক্কা ও ১ বাউন্ডারিতে ১৬ বলে ১৮ রানে ব্যাট করছিলেন ডেভিন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে জয়ের জন্য তখন নামিবিয়ার দরকার ছিল ২৫ বলে ৮৩ রান। ডেভিন সুযোগ দেন দলের সেরা তারকা ডেভিড ভিসাকে।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হলেন ডেভিন। ২০০১ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ২০১ রান ও মাহেলা জয়াবর্ধনে ১৫০ করে রিটায়ার্ড আউট হন বাংলাদেশের বিপক্ষে, আন্তর্জাতিক ক্রিকেট সেটাই ছিল প্রথমবার রিটায়ার্ড আউটের ঘটনা।

১২ বলে ২ ছক্কা ২ বাউন্ডারিতে ভিসা করেন ২৭। নামিবিয়া হরে ৪১ রানে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ভিসার এটাই ছিল আন্তর্জাতিক শেষ ম্যাচ। ফেরার পথে জোফরা আর্চার, ক্রিস জর্ডানরা জড়িয়ে ধরছিলেন ভিসাকে। হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাবও দেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনে নিশ্চিত করলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াটা, ‘‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও দুবছর বাকি।  আমার বয়স এখন ৩৯ বছর। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার খুব বেশি বাকি আছে বলে মনে হয় না। হয়তো আরও দুই বছর খেলব (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট)। তবে নামিবিয়ার হয়ে আমার শেষ করতে এর চেয়ে ভালো মঞ্চ আর হত না।’’

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল ভিসার। ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন প্রোটিয়াদের হয়ে। ২০১৬-১৭ মৌসুমে কলপ্যাক চুক্তিতে যোগ দেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে।

বাবার জন্মসূত্রে নামিবিয়ার হয়ে খেলার শুরু ২০২১ সালে। ৩৪টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন তাদের হয়ে। দুই ফরম্যাটে ৭৬০ রান করার পাশাপাশি নেন ৪১টি উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত