দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা।
এছাড়া অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে অতিসত্ত্বর আইনগতভাবে সিদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও ঘোষণার আহ্বান জানিয়েছে ডিসিসিআই। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছে ব্যবসায়ীদের এই সংগঠনটি।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকদের বাড়ি-ঘর ও থানায় হামলার খবর পাওয়া যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকার কোনও স্থানেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যদের দেখা যায়নি। ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থা সামাল দিতে দেখা যায় ছাত্রদের। ফলে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এসব বিষয়ে মঙ্গলবার বিকালে ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এসময় যথাযথ পদক্ষেপ না নিলে সাপ্লাই চেইন ব্যাহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা চেম্বার মনে করে, দেশের বৃহত্তর স্বার্থে অতি দ্রুত পুরো দমে অর্থনৈতিক কার্যক্রম সচল করতে হবে। সাম্প্রতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত বেসরকারি খাতকে অতি দ্রুত ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি।
দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে অভিমত ডিসিসিআইর।
তারা জানিয়েছে, একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশে-বিদেশে ব্যবসায়িক আত্মবিশ্বাস এবং কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হওয়া যাবে।
দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে এমনকি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে ঢাকা চেম্বার বদ্ধ পরিকর বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।