২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে পৌঁছেছিল আয়াক্স। সেই দলের কোচ ছিলেন এরিক টেন হাগ আর অধিনায়ক ম্যাথিয়াস ডি লিখট। তখন থেকে ডি লিখটকে পেতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ডাচ এই ডিফেন্ডারকে কিনে নেয় জুভেন্টাস। এরপর তিনি পাড়ি জমান বায়ার্ন মিউনিখে।
অবশেষে কাল ম্যানইউতে পাড়ি জমালেন ২৫ বছরের ডি লিখট। সঙ্গে বায়ার্ন থেকে ঐতিহ্যবাহি ক্লাবটি কিনেছে আরেক ডিফেন্ডার নুসায়ার মাজরাউইকে। তিনিও আয়াক্সে শিষ্য ছিলেন টেন হাগের। পাঁচ বছরের চুক্তিতে দুজনের জন্য ম্যানইউর খরচ ৭০ মিলিয়ন ইউরো।
ডি লিখট ২০১৯ সালে জুভেন্টাসে যান ৬৭.৫ মিলিয়ন পাউন্ডে। ২০২২ সালে তাকে ৬৫.৬ মিলিয়ন পাউন্ডে কিনে নেয় বায়ার্ন মিউনিখ। দুই ক্লাবেই চুক্তির মেয়াদ পূরণ করা হয়নি তার।
ম্যানইউতে ৩৮.৫ মিলিয়ন পাউন্ডে নাম লেখালেন তিনি। ইউরোয় অঙ্কটা ৫০ মিলিয়ন। এর ৪৫ মিলিয়ন নগদ আর ৫ মিলিয়ন বিভিন্ন বোনাসের শর্ত।
১৯৩১ সালের পর নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে খেলা ডি লিখট কী পারবেন ম্যানইউতে চুক্তির পুরো মেয়াদ শেষ করতে?