খুলনার ডুমুরিয়ায় নিজেদের বাড়ির বিছানায় পড়ে থাকা দুই শিশুর মরদেহসহ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম ডলি বেগম (২৮)। তিনি ওই এলাকার মান্নান সরদারের স্ত্রী। উদ্ধার করা আরও দুটি মরদেহের একটি তার ৭ মাস বয়সী পুত্র ওমর ও ৬ বছরের কন্যা ফাতেমার। শনিবার দুপুরে মান্নান সরদারের বাড়ি থেকে ডুমুরিয়া থানা পুলিশ এসব লাশ উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, সকালে পুলিশ খবর পেয়ে মান্নান সরদারের বাড়ি গিয়ে গৃহবধূ ডলি বেগমের ঝুলন্ত লাশ এবং বিছানায় দুই শিশুর লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে মৃত্যুর কারণ জানানো হবে বলেও জানান তিনি।
তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই গৃহবধূ দুই শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। তিনি জানান, এ সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। তদন্ত শেষে বলা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।
একই দিন সকালে মাগুরখালি ইউনিয়নের ঝোরঝড়িয়া গ্রামের মিল্টনের ঘেরের পাশ থেকে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাণ হারানো ওই প্রতিবন্ধী নারীর নাম দিপ্তী (৩৫)। তিনি ডুমুরিয়া থানার বাড়ইগাতি গ্রামের মৃত ফুলচাঁদ মিঞার কন্যা।
দিপ্তীর লাশ উদ্ধার করে পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রতিবন্ধী ভাতাও পেতেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।