কক্সবাজারের উখিয়া সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত স্পিনার ডলফিন।
শুক্রবার বিকাল ৫টায় জোয়ারের সময় সোনারপাড়া সমুদ্র সৈকতে মৃত ডলফিনটি পাওয়া যায় বলে জানান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (রোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
তিনি জানান, মৃত স্পিনার ডলফিনটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে। এটির মৃত্যুর কারণ নির্ধারণে কাজ চলছে।
এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দফায় দফায় মৃত ডলফিল ও কচ্ছপ ভেসে এসেছিল কক্সবাজার সমুদ্র সৈকতে।