Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

আঞ্চলিক প্রতিবেদক, রাঙ্গামাটি

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে প্রশান্ত চাকমা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ধুপ্পারচর এলাকায় এ ঘটনা ঘটে।

ডুবুরি দল ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বিলাইছড়ি উপজেলা সদরের ভাইবোন পাড়ার ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ হয় প্রশান্ত চাকমা। পরে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তারা নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করে।

পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের রাঙ্গামাটি স্টেশন অফিসার নুরুল হুদা জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকালে নিখোঁজের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত