Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সৈকতে মৃত কচ্ছপ, পেটে ৯০টি ডিম

dead tortios-17-02-24
[publishpress_authors_box]

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে আবার একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। কচ্ছপটির পেটে ছিল ৯০টি ডিম।

শনিবার সকালে মৃত অবস্থায় এই মা কচ্ছপটি ভেসে আসে বলে নিশ্চিত করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। কচ্ছপটির পেটে ৯০টি ডিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ডিম দিতে আসার সময় জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনওভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে।

নমুন সংগ্রহ করে কচ্ছপটি মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ৩ দিনে উপকূলে দেখা মিলেছে ৩টি মৃত ডলফিন, ১টি মৃত শুশুক ও ১টি কচ্ছপ।

এর মধ্যে শুক্রবার সকালে উখিয়ার সোনারপাড়া সৈকতে একটি এবং ইনানী সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসে। এর আগে বৃহস্পতিবার হিমছড়ি সৈকতে মৃত ভেসে আসে আরও একটি ইরাবতী ডলফিন।

সেদিনই রেজুনদীর মোহনায় একটি অলিভ রিডলি বা জলপাই রঙের সামুদ্রিক মা কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছিল। বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে একটি মৃত শুশুক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত