কক্সবাজার সমুদ্র সৈকতে যেন মৃত মা কচ্ছপের মিছিল চলছে। শুক্রবার বেলা ১১টা থেকে বিকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টায় সৈকতের বিভিন্ন পয়েন্টে ২৫টি মৃত মা কচ্ছপ পাওয়া গেছে। পচে যাওয়া এসব কচ্ছপ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। সংগ্রহ করা হয়েছে সেগুলোর ডিম।
এই ২৫টাসহ জানুয়ারির শুরু থেকে ৯২টি মৃত কচ্ছপ পাওয়া গেল। এসব কচ্ছপে ডিম পাওয়া গেছে সাতশ’র বেশি।
এ পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি বলছেন, ডিম দিতে আসার পথে জাল ও রশিতে পেচিয়ে এসব কচ্ছপ মারা গেছে। তাই জরুরি ভিত্তিতে জেলেদের সচেতন করা হচ্ছে।
তরিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত এলাকায় ২৫টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। তিনিসহ বোরির কর্মকর্তারা বিকাল ৭টায় এ প্রতিবেদন লেখার সময় টেকনাফে অবস্থান করছিলেন আর কোথাও মৃত কচ্ছপ ভেসে এসেছে কিনা- তা দেখতে।
তরিকুল ইসলাম জানান, ২৫টি কচ্ছপই অলিভ রিডলি এবং নারী। সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে। প্রতিটি কচ্ছপই জালের সুতায় পেচানো, আঘাতপ্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার পথে জেলেদের জাল ও রশিতে পেচিয়ে এসব কচ্ছপ মারা গেছে।
বোরির এই জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি এই ২৫টাসহ ৯২টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। এর মধ্যে ৯ দিনে মিলেছে ৫০টির বেশি। এসব কচ্ছপের ৭ শতাধিক ডিম সংগ্রহ করা গেছে।
পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে তিনি বলেন, “বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। জরুরি ভিত্তিতে জেলেদের সচেতন করার কাজ শুরু হয়েছে। তারা জাল বা রশি যেন সমুদ্র ফেলে না দেয়।”