মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। মুম্বাইতে ভোট দিতে গিয়ে হাঁটার ফাঁকে স্ফিত পেট দেখা যায় তার। আর তারপর শুরু হয় নেটিজেনদের প্রতিক্রিয়া; অনেকেই বলতে শুরু করে, দীপিকার এই বেবি বাম্প নকল।
নেটিজেনরা যখন এমন আক্রমণাত্মক তখন দীপিকা চুপ থাকলেও তার পক্ষে সরব হয়েছেন আরেক বলিউড নায়িকা আলিয়া ভাট।
মুম্বাইতে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে ভোট দিতে বেরিয়েছিলেন দীপিকা পাডুকোন। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা রণবীর সিং।
দীপিকা পরেছিলেন জিনস এবং সাদা লম্বা ও ঢোলা শার্ট। স্বামী রণবীর সিংয়ের পরনেও ছিল একই রকম পোশাক। দীপিকার হাত ধরে রেখেছিলেন রণবীর। চলাফেরার মাঝেই দীপিকার স্ফিত পেট ধরা যাচ্ছিল।
এরপর থেকে সোশাল মিডিয়াতে আক্রমণের শিকার হন দীপিকা।
কেউ মন্তব্য করেন, “সে তো অন্তঃসত্ত্বা নয়। এতো বড় বিব্রতকর বিষয়।”
আরেকজন লিখেছেন, “এভাবে হাঁটছেন কেন দীপিকা? বেবি বাম্প তো এখনও এতো বড় হয়নি। ”
অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে এ ধরনের মন্তব্যের কড়া প্রতিবাদ জানান এক সাংবাদিক।
ওই সব মন্তব্যকারীদের উদ্দেশে ফায়ে ডি সুজা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলেন, “প্রিয় সোশাল মিডিয়া, দীপিকা পাডুকোন ঘরের বাহির হয়েছেন তার গণতান্ত্রিক কর্তব্য পালন করতে এবং তিনি ভোট দিয়েছেন।
“শরীর বা গর্ভকাল নিয়ে তিনি আপনাদের কারও মতামত চাননি। আপনাদের কোনো অধিকারই নেই তাকে নিয়ে এভাবে কথা বলার। থামান এসব। সভ্য আচরণ করুন।”
ফায়ের ওই পোস্টে অনেকেই সমর্থন জানান; আলিয়া ভাট এগিয়ে আসেন সবার আগে। আলিয়ার বোন নায়িকা ও পরিচালক পুজা ভাট, শাহীন ভাট এবং তাদের মা সনি রাজদানও এই পোস্টে লাইক দেন।
দীপিকার ইনস্টাগ্রাম আইডি ট্যাগ করে অভিনয়শিল্পী শ্রুতি শেঠ এই পোস্টে মন্তব্য করেন, “দীপিকা তো পুরোদমে ব্যস্ত আছেন বিশ্বজয় করা নিয়ে; বাকি সব তার কাছে নস্যি।”
অভিনয়শিল্পী টিনা দত্ত বলেন, “একদম তাই! ওই মানুষেরা হেরে গেছে।”
তবে সোশাল মিডিয়ার সবাই দীপিকাকে নিয়ে ট্রল করছে তা নয়; দীপিকার ভক্তরা তার পাশেই আছে। ভক্তদের অনেকে আলিয়া ভাটকেও সাধুবাদ জানাচ্ছে।
দীপিকা পাডুকোন-রণবীর সিং চুটিয়ে প্রেম করেন ছয় বছর; এরপর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে।
হালে এই দম্পতি সবাইকে জানিয়েছিলেন, এ বছর সেপ্টেম্বরে জন্ম নেবে তাদের প্রথম সন্তান।
ধারণা করা যায়, ফেব্রুয়ারিতে যখন দীপিকার মা হওয়া নিয়ে গুঞ্জন চলছিল তখন তার সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ গর্ভকালীন সময়ের দ্বিতীয় পর্যায় (৪ থেকে ৬ মাস) চলছিল।
দীপিকার প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গে প্রেমের পরে ঘর বাঁধেন আলিয়া ভাট। ২০২২ সালের নভেম্বরে মা হন আলিয়া ভাট। অন্তঃসত্ত্বা থাকার দিনগুলোতে বেবি বাম্প নিয়ে ট্রলের শিকার হওয়ার অভিজ্ঞতা হয়েছিল এই বলিউড নায়িকারও। ওই বছর জুনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবাইকে মাতৃত্বের সুখবর দেন আলিয়া ভাট; ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে ছিলেন আলিয়া, আলট্রাসাউন্ড মেশিনের স্ক্রিন কিছুটা ঢাকা ছিল আর রণবীর কাপুরের পিঠ দেখা যাচ্ছিল।
এসবের মধ্যে কোনো এক পত্রিকার খবর হয়, সন্তান ধারণের কারণে সিনেমার শুটিং পিছিয়ে গেছে আলিয়ার। স্বামী রণবীর কাপুর যুক্তরাজ্য গিয়ে স্ত্রী আলিয়াকে ফিরিয়ে আনবেন।
রেগেমেগে ইনস্টাগ্রামে ওই খবর শেয়ার দিয়ে আলিয়া ভাট লিখেছিলেন, “আমরা এখনও অনেকের মগজ জুড়ে বাস করি।
“আমরা এখনও পিতৃতান্ত্রিক দুনিয়াতেই আছি। সবাইকে জানিয়ে রাখছি, কোনো কিছুরই দেরি হয়ে যায়নি। কেউ কাউকে নিয়ে আসতে কোথাও যাচ্ছে না। আমি একজন নারী; কোনো প্যাকেট নই।”