Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দীপিকা-কারিনা মিলে লঙ্কাকাণ্ড বাঁধাবে ‘সিংঘাম এগেইন’

singham-again-071024
[publishpress_authors_box]

আরেকবার বড় ধামাকা নিয়ে আসছেন বলিউড পরিচালক রোহিত শেঠি।

চার মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেইলার মুক্তি পেতে সবাই বলাবলি করছে, দীপাবলিতে বড় পর্দায় ঝলসে উঠবে ’সিংঘাম এগেইন‘।      

রামায়ণ শাস্ত্রের সীতার হরণ এবং রাবণের বিরুদ্ধে ধুন্ধুমার যুদ্ধের কাহিনীর আদলে আবার লঙ্কাকাণ্ড বাঁধাবেন এক ঝাঁক তারকা।

এই সিকুয়েলের প্রথম পর্ব ‘সিংঘাম’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর ২০১৪ সালে আসে ‘সিংঘাম রিটার্নস’।  ‘সিংঘাম এগেইন’ হলো এর তৃতীয় পর্ব।

তবে এর মাঝেও ‘কপ ইউনিভার্স’ গড়ে তুলেছিলেন রোহিত শেঠি। ২০১৮ সালে ‘সিম্বা’ হয়ে আসেন রণবীর সিং। অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ আসে ২০২১ সালে। প্রতিটি সিনেমাই বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করে।

‘সিংঘাম এগেইন’ সিনেমায় নিজ হাতে গড়া গোটা পুলিশ বাহিনীকেই হাজির করছেন রোহিত শেঠি।

১০ বছর পর মুক্তি পেতে যাওয়া ‘সিংঘাম’ ফ্রাঞ্চাইজির এই সিনেমা তাই তারকাবহুল।

এতে আরও থাকছেন টাইগার শ্রফ, কারিনা কাপুর। রাবণের মতো খলনায়কের চরিত্রে আছেন অর্জুন কাপুর। ট্রেইলারে দেখা গেছে জ্যাকি শ্রফকেও।  

এর সঙ্গে থাকছেন রোহিত শেঠির বিশেষ আকর্ষণ পুলিশ বেশে দীপিকা পাডুকোন। ট্রেইলারে এই নায়িকাকে দুর্ধর্ষ মারপিট করতে দেখা গেছে।   

কানাঘুষা চলছে ‘দাবাং’ সিনেমায় সালমান খান অভিনীত চরিত্র ‘ইন্সপেক্টর চুলবুল পান্ডে’ হবে রোহিত শেঠির আরও এক চমক। অর্থাৎ ‘সিংঘাম অ্যাগেইন’-এ চুলবুল পান্ডেকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে দর্শকের অনেকে একে বলিউড তারকাদের ‘রিইউনিয়ন’ বলে মন্তব্য করেছেন ইউটিউবে।

প্রায় পাঁচ মিনিটের ট্রেইলার প্রকাশ করাকে অনেকে আবার বোকামিও বলছেন; তাতে পুরো সিনেমা নিয়ে ধারণা চলে আসে আগে থেকে।

এরপরও ট্রেইলারে অক্ষয় কুমার ও রণবীর সিংয়ের কমেডি হাসাচ্ছে দর্শককে। দীপিকা পাডুকোনের ক্যামেরা উপস্থিতিতেও মজেছেন দর্শকরা।

১ নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহ আসছে বড় তারকাদের নিয়ে বড় বাজেটের সিনেমা ‘সিংঘাম এগেইন’।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত