Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দীপিকা পাডুকোনকে নিয়ে ‘লেডি সিংহাম’ সিনেমার আভাস

Depeeka Padukon feature
[publishpress_authors_box]

রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ এর সর্বশেষ সিনেমা ‘সিংহাম এগেইন’ বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। সিনেমাহলে দর্শক ধরে রেখেছে এই সিনেমা। অ্যাকশন ধর্মী এই সিনেমায় অজয় দেবগন আর অক্ষয় কুমারের সঙ্গে আলো ছড়িয়েছেন দীপিকা পাডুকোন। সে আলোর ঝলকেই কিনা দীপিকার চরিত্রটি নিয়ে একটি সিনেমা বানানোর কথা ভাবছেন পরিচালক রোহিত শেঠি। লেডি সিংহাম কি এবার তবে প্রধান চরিত্র হয়ে আসবে?

কপ ইউনিভার্সে একজন নারী পুলিশ চরিত্রে অভিষেক ঘটাতে কেন এতো দেরি করলেন সে কথাও জানালেন রোহিত ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন চরিত্রের জন্য দরকার ছিল একটি উপযুক্ত চিত্রনাট্য আর সঠিক সময়। ২০১৮ সালেও নিশ্চিত ছিলাম না ‘কপ ইউনিভার্স’ নিয়ে আর এগিয়ে যাবো কিনা। কিন্তু ‘সিম্বা’ যখন সফল হলো, তখনই বুঝতে পারলাম আরও চরিত্র যুক্ত করে ‘কপ ইউনিভার্স’ চালিয়ে নেওয়াই যায়। আর তখনই বানালাম ‘সুরইয়াবংশী’। আর এই সিনেমা নির্মানের সময় একজন নারী পুলিশ অফিসারের চরিত্র নিয়ে আমরা ভাবতে থাকি।”  

দীপিকা অভিনীত শক্তি শেঠির চরিত্র নিয়ে একটি আলাদা সিনেমার সম্ভাবনার কথা জিজ্ঞাসা করা হলে পরিচালক বলেন, “এখনও চিত্রনাট্য লেখা বাকি। চরিত্রটি আমাদের মাথায় আছে, কিন্তু এটা নিয়ে বিস্তারিত ভাবা হয়নি। তবে এখনো সময় আছে। এতটুকু জানি, চরিত্রটি কেমন হবে। তবে লেডি সিংহামকে কেন্দ্র করে একটি নারী-প্রধান পুলিশ জনরার সিনেমা অবশ্যই হবে। নাহলে তো এই চরিত্র পরিচয় করিয়ে দিতাম না। সিনেমায় এই চরিত্রটির ওপর জোর দেওয়ার কারণ তো নিশ্চয়ই আছে।”

‘সিংহাম এগেইন’ সিনেমায় আরও অভিনয় করেছেন রণবীর সিং, টাইগার স্রফ, জ্যাকি শ্রফ, কারিনা কাপুর খান এবং অর্জুন কাপুর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত