বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যাম নিউজ এইটিন জানিয়েছে রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকার প্রথম সন্তানের জন্ম হয়েছে।
গণমাধ্যমে খবর আসার কিছু পর এই তারকা দম্পতি ইন্সটাতে পোস্ট দিয়ে সংসারে নতুন অতিথি আসার কথা জানান। লিখেছেন, “ওয়েলকাম বেবি গার্ল।” এই পোস্ট দেখা মাত্রই নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দীপিকার ভক্তরা এই খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
কিছুদিন আগেই এই তারকা জুটি তাদের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তিনি মা হতে পারবেন বলেও জানিয়েছিলেন।
দীপিকা ও রণবীরের প্রথম পরিচয় হয় সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক চলচ্চিত্র ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র শুটিং সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ সিনেমায়ও তারা একসাথে কাজ করেছেন।
ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা ও রণবীর।
গর্ভবতী থাকতে থাকতেই দীপিকা আলোচিত সিনেমা ‘কল্কি টু এইট নাইন এইট এডি’ ছবির কাজ করেন । এক সাক্ষাতকারে দীপিকা বলেছিলেন, বাচ্চা হওয়ার পর তিনি অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নেবেন। আগামী বছর আবার কাজে ফেরার পরিকল্পনা তার।