প্রথমবারের মতো দীপিকা পাডুকোন তার কন্যাকে নিয়ে জনসম্মুখে এলেন। বেঙ্গালুরুতে পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোসাঞ্জের এক কন্সার্টে অংশ নিতে নিজ কন্যাকে নিয়ে আসেন দীপিকা। মা হওয়ার পর কন্যাকে নিয়ে এবারই প্রথমবারের মত বাইরে দেখা গেলো তাকে।
গেল ৮ সেপ্টেম্বর মা হওয়ার পর থেকেই আড়ালে ছিলেন দীপিকা আর তার কন্যা। মাঝে অবশ্য দীপাবলি উপলক্ষে কন্যার নূপুর পরা এক জোড়া পায়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। অবশেষে ছোট্ট দুয়া আর তাকে জনপরিসরে দেখা গেল। দুজনকে ক্যামেরাবন্দী করতে উৎসুক মানুষের ভিড় ছিল দেখার মতো।
দীপিকা গায়ে জড়িয়েছিলেন লম্বা লাল ম্যাক্সি ড্রেস। চোখে সানগ্লাস। দুয়াকে কোলে জড়িয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়েই গাড়িতে ওঠেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনও ভাবেই দেখতে দিলেন না।
দিলজিতের কনসার্টে মঞ্চেও উঠেছিলেন দীপিকা, পরেছিলেন ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট। মাতৃত্ব যেন তার লাবণ্যে সামান্য আঁচড় কাটতে দেয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর দম্পতী ঘোষণা দিয়েছিলেন তাদের সংসারে আসছে নতুন সদস্য। এর পরে মে মাসে অন্তঃসত্ত্বা দীপিকা এসেছিলেন প্রকাশ্যে।
সে সময় গুঞ্জন উঠেছিল, তার বেবিবাম্প নাকি নকল। তির্যক মন্তব্যও করেছিলেন অনেকেই। সেসবে কোন প্রতিক্রিয়া অবশ্য জানাননি দীপিকা। পরে মাতৃত্বকালীন ফোটোশুটের পর তার বেবিবাম্প এর ছবি প্রকাশ পায়।
গণেশ চতুর্থী উপলক্ষে ৭ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর তার কোল জুড়ে আসে কন্যাসন্তান দুয়া পাডুকোন সিং।