Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল খুন ‘ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে’

তানজিল জাহান ইসলাম তামিম। ফাইল ছবি
তানজিল জাহান ইসলাম তামিম। ফাইল ছবি
[publishpress_authors_box]

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩৩) ঢাকার রামপুরার মহানগর প্রজেক্টে নির্মাণাধীন একটি ভবনের ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবারের এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, মহানগর প্রজেক্টের ডি ব্লকের চার নম্বর রোডের ৭৯, ৮০, ৮১ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন একটি বাড়ির ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল।

জমির মালিকদের একজন সুলতান আহমেদ। তার ছেলে নিহত তানজিল ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

তানজিল হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে ও শুক্রবার ভোররাতে মালিবাগ থেকে বাঁধনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ নম্বর হোল্ডিংয়ে ভবন নির্মাণের জন্য জমির মালিকপক্ষ প্লিজেন্ট প্রোপাটিজ (প্রা.) লি. নামে একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করে। চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণাধীন ভবনটির অষ্টম তলার করিডোরে ডেভেলপার কোম্পানির লোকজনের সঙ্গে ভবনের মালিক ও তাদের স্বজনদের হাতাহাতি হয়। ভাংচুরের ঘটনাও ঘটে। এসময় তানজিল গুরুতর আহত হন। মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা

রুহুল কবির খান জানান, খবর পেয়েই হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় হাতিরঝিল থানায় ১৬ জনের নামে একটি হত্যা মামলা করেছেন তানজিলের বাবা সুলতান।

মামলায় অজ্ঞাতপরিচয় ১১-১২ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে হাতিরঝিল থানা পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার পাঁচজন ৪ দিনের রিমান্ডে

তানজিল হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

শুক্রবার বিকালে তাদের তাদেরকে হাজির করে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত