টি-টোয়েন্টি ২০ ওভারের খেলা। সর্বোচ্চ কতজন বোলার ব্যবহার করা যায়? ৫ জন মূল বোলারের পাশাপাশি হয়তো বিকল্প আরও দুজন বল হাতে নিতে পারেন অলরাউন্ডার ক্যাটাগরি থেকে। কিন্তু যদি বলা হয় একাদশের ১১ জনই বোলার, তাহলে বিস্ময়করই শোনাবে। বিস্ময়কর এই কাজটিই দেখা গেল ভারতীয় ক্রিকেটে। এক দলের ১১ জনের সবাইকে দেখা গেল বোলারের ভূমিকায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত ২০ ওভারের কোনও ম্যাচে ১১ জন বোলার ব্যবহার করার নজির ছিল না। ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে প্রথমবার এই দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে দিল্লি। মণিপুরের বিপক্ষে একাদশের সবাইকে দিয়ে বল করিয়েছেন দিল্লি অধিনায়ক আয়ুশ বাদোনি।
বাদোনি নিজে উইকেটকিপার। তিনিও বল করছেন ২ ওভার, নিয়েছেন একটি উইকেট। এর আগে-পরে আরও ১০ বোলার ব্যবহার করেছেন দিল্লি অধিনায়ক। ১১ বোলারের মধ্যে তিনজন করেছেন ৩ ওভারে করে, অন্য তিনজন ২ ওভার করে এবং বাকি পাঁচজন করেছেন ১ ওভার।
একটা দলে ৫ জন, সর্বোচ্চ ৬ জন ভালো বোলার থাকতে পারেন। সেখানে দিল্লির ১১ জনই বল করেছিলেন। তাতে মণিপুরের স্কোর বড় হওয়ার কথা। যদিও হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান করতে পারে তারা। এই লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় দিল্লি।
এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯ বোলারের বোলিং করার উদাহরণ ছিল। ওয়ানডেতেও ৯ বোলার ব্যবহার হয়েছে সর্বোচ্চ। তবে টেস্টে ১১ জনের সবার বল করার ঘটনা আছে চারবার।