দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক মউদুদ উর রশীদ সফদারের অপসারণের দাবি তুলেছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মচারী-কর্মকর্তাদের একটি অংশ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে পিবিডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডিবিএফের সিনিয়র ফিল্ড অফিসার সুমন হোসেন। আরও উপস্থিথ ছিলেন সিনিয়র ফিল্ড অফিসার মেহেদী হাসান, ফিল্ড অফিসার রবিউল ইসলাম এবং উপজেলা সহকারি দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামীম আহসানসহ অন্যরা।
লিখিত বক্তব্যে সুমন হোসেন বলেন, নিয়ম লঙ্ঘণ করে ২০২০ সালে প্রথম মেয়াদে মউদুদ উর রশীদকে নিয়োগ দেওয়া হয়। এরপর দ্বিতীয় মেয়াদেও তার জন্য লঙ্ঘণ করা হয় বয়সসীমা।
সম্মেলনে অভিযোগ করা হয়, মউদুদ উর রশীদ দায়িত্বে থাকার চার বছরে পিডিবিএফে এ মাঠ পর্যায়ে কোনও তদারকি ছিল না। ফলে একদিকে বেড়েছে খেলাপি ঋণের পাহাড়, অন্যদিকে বেড়েছে অর্থ আত্মসাত। যার কারণে গত চার বছরে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আবার গত তিন বছরে অবসরে যাওয়া প্রায় ৫০ কর্মকর্তা-কর্মচারিকে তাদের অবসরোত্তর পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। এসব পাওনা আটকে রেখে ওই অর্থ ব্যাংকে এফডিআর করে প্রতিষ্ঠানের স্বয়ম্ভরতা দেখানো হচ্ছে।
এই অন্যায়ের প্রতিবাদ করায় প্রতিষ্ঠানের প্রায় ৫০জন কর্মীকে চাকরিচ্যুত করা হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সেইসঙ্গে মউদুদ উর রশীদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পদোন্নতি ও বদলি বাণিজ্যের অভিযোগ তোলেন কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ এবং এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।