Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির পদত্যাগ দাবিতে উপদেষ্টার সামনে হট্টগোল

সোমবার মহাখালীতে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সামনেই চলে হট্টগোল। ছবি : সকাল সন্ধ্যা
সোমবার মহাখালীতে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সামনেই চলে হট্টগোল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ (ডিজি) আওয়ামী লীগপন্থী সব কর্মকর্তা, চিকিৎসকদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী চিকিৎসক ও কর্মকর্তারা।

সোমবার (১৯ আগস্ট) মহাখালীতে অবস্থিত কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ও বর্তমান ভারপাপ্ত মহাপরিচালকের সমানেই এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরেও বিক্ষোভ করা হয়। বিক্ষোভের মুখে অধিদপ্তরের অনেক কর্মকর্তা ভবনের ভিতরে ঢুকতে পারেননি।

আগের দিন রবিবার স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম অধিদপ্তরের আসবেন বলে জানা যায়। তবে তিনি সোমবারও অধিদপ্তরে আসেননি।

স্বাস্থ্য অধিদপ্তরে যখন বিক্ষোভ চলে তার কিছু সময় পরই জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য উপদেষ্টা নূর জাহান বেগম অধিদপ্তরের বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন, সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ছাত্র আন্দোলনের নেতা আখতার হোসেন, ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলামের সঙ্গে বৈঠক করছেন।

তখনই অধিদপ্তরের বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রওনা হন ডিএনসিসি হাসপাতালের দিকে, সেখানে পৌঁছে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে প্রবেশের চেষ্টা করেন। এক পর্যায়ে এক নারী চিকিৎসক বিক্ষোভাকারীদের বাধা দিয়েও আটকাতে পারেননি। সেখানে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি চলে। নিয়ন্ত্রণহীন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ঢুকে পড়েন হাসপাতালের সম্মেলন কক্ষে। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বৈঠক করছিলেন।

এ সময় ছাত্র নেতা আখতার হোসেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চান, তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভকারীরা কারও কোনও কথা শোনেননি।

বিক্ষোভকারীরা বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের পদত্যাগসহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল ‘ফ্যাসিবাদের দালাল রোবেদ আমিনের পদত্যাগ চাই’সহ নানা প্ল্যাকার্ড।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে এলে সেখানে উপস্থিত স্বাস্থ্য উপদেষ্টার কাছে তারা দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের মধ্যে থেকে কেউ কেউ তাকে বলেন, তারা উপদেষ্টাকে সম্মান করলেও পরিস্থিতির কারণে তারা বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেন, “আমাকে সম্মান করলে আমার সামনে এ ধরনের কাজ করতেন না।” পরে তিনি অধিদপ্তরের সবাইকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে রওনা হন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে রদবদল হয়। ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার পরিচালক অধ্যাপক রোবেদ আমিন। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করছে বিএনপি সমর্থিত চিকিৎসকের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাবের সভাপতি ডা. ফারুক হোসেন রবিবার রাতে সকাল সন্ধ্যাকে বলেন, এ বিষয়ে করণীয় র্নিধারণ করতে ড্যাব কেন্দ্রীয় নেতারা বৈঠক করছেন (রবিবার) রাত ৯টায়। সেখান থেকে সিদ্ধান্ত এলে সে অনুযায়ী তারা কাজ করবেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাব শাখার সভাপতি ডা. ফারুক হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “কোনও দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট সরকারের দোসর, যারা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা ব্যাহত করেছে, তাদের অধিপ্তরে চাই না।

“ডিএনসিসি হসপিটালে যা হয়েছে… স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সবাইকে নিয়ে মন্ত্রণালয়ে বসেন, সেখানে আমরা অধিদপ্তরের দুর্নীতিবাজদের কথা জানিয়েছি। উপদেষ্টা আমাদের কাছ থেকে দুই দিন সময় নিয়েছেন, সেইসঙ্গে তিনি এখানের দুর্নীতির একটি চিত্র তুলে ধরতে বলছেন। তবে আমরা বলেছি, বর্তমান ডিজিকে পদে রেখে আমরা কাজ করতে পারব না।”

ডিজি হিসেবে কাকে চাচ্ছেন—জানতে চাইলে ফারুক হোসেন বলেন, “সেটা কেন্দ্রীয়ভাবে ড্যাব সিদ্ধান্ত নেবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত