২০১৩ সালে স্বল্প দূরত্বের যাত্রীদের সেবা দিতে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় ২০টি ডেমু ট্রেন। কমলাপুর থেকে ছবি তুলেছেন জীবন আমীরপ্রতিটি ডেমুর জীবনকাল ৩৫ বছর হলেও, অল্প সময়েই সেগুলো বিকল হয়ে পড়ে আছে লোকোশেডে। ছবি তুলেছেন জীবন আমীরদীর্ঘদিন পড়ে থাকায় রোদবৃষ্টিতে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ময়লা আবর্জনার স্তূপ জমেছে ট্রেনের ভেতর ও বাইরে। কমলাপুর স্টেশন থেকে ছবি তুলেছেন জীবন আমীর২০১৮ সালেও প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ডেমুগুলো মেরামত করা হয়, তারপরও অচলই রয়ে গেছে ট্রেনগুলো। ছবি তুলেছেন জীবন আমীর