Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ডেঙ্গু : ভর্তি রোগী ছাড়াল ৩০ হাজার

11-11-23-Dengue-4
[publishpress_authors_box]

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৫২ জন। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, আগের দিন সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫২ জন। এ নিয়ে টানা দুইদিন ধরে হাজারের বেশি রোগী ভর্তি হলো হাসপাতালে। তাদের নিয়ে চলতি বছরে মোট রোগী ভর্তি হলো ৩০ হাজার ৯৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। তাদের নিয়ে চলতি বছরে সরকারি হিসাবে মোট মৃত্যু হলো ১৬৩ জনের।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ২৫২ জন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৭ জন। তাছাড়া ঢাকা বিভাগে ২০৯ জন চট্টগ্রাম বিভাগে ২৩৩ হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানাচ্ছে, চলতি মাসের শেষ দিন (সকাল আটটা) পর্যন্ত হাসপাতালে ভর্তি হলো ১৮ হাজার ৯৭ জন আর এ মাসে মৃত্যু হলো ৮০ জনের।

আগের মাসে অর্থাৎ আগস্টে রোগী ছিল ছয় হাজার ৫২১ জন আর মৃত্যু হয়েছিল ২৭ জনের। সে হিসাবে আগের মাসের তুলনায় এ মাসে রোগীর সংখ্যা তিনগুণ বেশি, মৃত্যুর সংখ্যাও তিনগুণের বেশি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত