Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ডেঙ্গু : একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই চলতি বছর একদিনে সবচেয়ে বেশি  রোগীর মৃত্যু দেখল দেশ। যার মধ্য দিয়ে বছরের ৯ মাস না পেরোতেই রোগীর সংখ্যা ১০০ ছাড়াল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩৪ জন। সোমবার যে সংখ্যা ছিল ৬১৫ জন।

মৃত পাঁচজনের মধ্যে তিনজন নারী আর দুইজন পুরুষ। বয়স বিবেচনায় এক নারীর বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে, এক নারী ও এক পুরুষের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে, এক পুরুষের বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক নারীর বয়স ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ৫৩৪ জনের মধ্যে পুরুষ ৩৫৩ জন আর নারী ১৮১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুরুষ রোগীর সংখ্যা বেশি হলেও মৃত্যুতে নারীর হার বেশি।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৬ হাজার ৮১৯ জন আর মোট মৃত্যু হলো ১০২ জনের।

মোট রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগ ছাড়া সবচেয়ে বেশি রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, মৃত্যুও বেশি ঢাকা দক্ষিণেরই।

মোট ১৬ হাজার ৮১৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রোগী সংখ্যা চার হাজার ৩২২ জন আর মোট মারা যাওয়া ১০২ জনের মধ্যে দক্ষিণ সিটির বাসিন্দা ছিলেন ৫৮ জন।

অধিদপ্তর জানাচ্ছে, চলতি মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৯৭৮ জন আর মৃত্যু হলো ১৯ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত