দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় এই রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে রোগী ভর্তি আর মৃত্যুর এই হিসাব জানিয়েছে।
নতুন ছয় জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৪৯৪ জনের। আর হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনকে নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২ হাজার ৩৫১ জনে।
মৃত ছয়জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন দুইজন। বাকিদের মধ্যে বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আছেন একজন করে। এই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ আর তিনজন নারী। মোট মৃত্যুতে নারীর হার ৫১ দশমিক চার শতাংশ আর পুরষের হার ৪৮ দশমিক ছয় শতাংশ।
অধিদপ্তরের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগের; ২৩৩ জন। বাকিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৭৬ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩ জন, চট্টগ্রাম বিভাগের ১৪১ জন, খুলনা বিভাগের ৯১ জন,রাজশাহী বিভাগে ৫৪ জন,রংপুর বিভাগের ১১ জন, বরিশাল বিভাগের ৬৭ জন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে আটজন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৯৮৯ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে; ৩০ হাজার ৮৭৯ জন, এ মাসে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে; ১৭৩ জনের, হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৬৫২ জন।