চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সরকারি হিসেবেই ৬০ হাজার ছাড়িয়ে গেল। আর মৃতের সংখ্যা দাঁড়াল ২৯০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের।
তাদের নিয়ে চলতি বছরে রোগী সংখ্যা ছাড়াল ৬০ হাজার; মোট রোগী ৬০ হাজার ৫৭৪ জন আর মৃত্যু হলো ২৯০ জনের।
চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২৯ হাজার ৬৩৬ জন আর এ মাসে মৃত্যেু হলো ১২৭ জনের। চলতি বছরে কোনও একক মাসে এটাই সর্বাধিক রোগী এবং সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
এর আগে গত সেপ্টেম্বরে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৮ হাজার ৯৭ জন আর মৃত্যু হয়েছিল ৮০ জনের। আগের মাসের তুলনায় অক্টোবরে রোগী সংখ্যা ১০ হাজার বেশি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ১৫৪ জনের মধ্যে ২৫০ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর ২৩৯ জন ঢাকা বিভাগের। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির ১৪৭ জন, খুলনা বিভাগের ১৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৩২ জন। বাকিদের মধ্যে বরিশাল বিভাগের ৯৪ জন, রাজশাহীর ৬৫ জন, ময়মনসিংহের ৪৪ জন, রংপুরের ৩৬ জন আর সিলেট বিভাগের দুইজন।
এছাড়া মৃত চারজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুইজন আর ঢাকা বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটির একজন করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ আর একজন নারী।