Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি ৮২৯ জন, আরও ৩ মৃত্যু

Dengue-Mugda-Hospital-2
[publishpress_authors_box]

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুও হচ্ছে অনেকের।

প্রায় সপ্তাহখানেক ধরে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮০০ ছাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, আগের দিন সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৯ জন। তাদের নিয়ে চলতি বছরে সরকারি হিসাবে রোগী ছাড়িয়ে গেল ২৭ হাজার। বর্তমানে ভর্তি হওয়া রোগী সংখ্যা ২৭ হাজার ৩৮৪ জন।

আর এ সময়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের; তাদের নিয়ে চলতি বছরে মোট মৃত্যু হলো ১৪১ জনের।

অধিদপ্তর জানাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বেশি রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে; ১৯৪ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তাদের মধ্যে ৫ বছরের একটি শিশু রয়েছে। অন্য দুই নারীর বয়স ২৬ থেকে ৪৫ বছরের ভেতরে।

অধিদপ্তর জানাচ্ছে, মোট ২৭ হাজার ৩৮৪ জনের মধ্যে পুরুষ রোগীর হার বেশি; ৬২ দশমিক নয় শতাংশ। আর নারী রোগীর হার ৩৭ দশমিক এক শতাংশ। তবে রোগীর সংখ্যায় নারী কম হলেও মৃত্যুতে নারীর হার বেশি। নারী মৃত্যু হার ৫২ দশমিক পাঁচ শতাংশ আর পুরুষ মৃত্যুর হার ৪৭ দশমিক পাঁচ শতাংশ।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫৪৩ জন আর এ মাসে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

এর আগে পুরো আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছিল ছয় হাজার ৫২১ জন আর মৃত্যু হয়েছিল ২৭ জনের।

দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু নজরে আসে সরকারের। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়। সে বছরে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত