দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭৪ জনের আর মোট আক্রান্ত হলেন আট হাজার ৯৩০ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টায় প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন শিশু, যার বয়স ১০ বছরের মধ্যে। বাকি দুইজনের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। হাসপাতালে ভর্তি হওয়া ২২৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন আর নারী ৯০ জন।
অধিদপ্তর জানাচ্ছে, আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যায় নারী বেশি। মোট প্রাণ হারানো ৭৪ জনের মধ্যে পুরুষের হার ৪৮ দশমিক ছয় শতাংশ আর নারী ৫১ দশমিক চার শতাংশ। অপরদিকে আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের হার ৬০ দশমিক ৮ শতাংশ আর নারী রোগীর হার ৩৯ দশমিক দুই শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৫৫ জন আর মৃত্যু হয়েছে ১৪ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত হয়েছে ৩৩৯ জন আর মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩১১ জন আর মৃত্যু পাঁচ জনের, এপ্রিলে আক্রান্ত ৫০৪ জন আর মৃত্যু দুইজনের, মে মাসে আক্রান্ত ৬৪৪ জন আর মৃত্যু ১২ জনের, জুনে আক্রান্ত ৭৯৮ জন আর মৃত্যু আটজনের।
অধিদপ্তরের হিসাবে জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬৬৯ জন আর আগস্টের মাঝামাঝি পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬১০ জন। জুলাই মাসে মৃত্যু হয়েছে ১২ জনের আর চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।