Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

Dengue cases break annual record in Bangladesh as death toll nears 500
[publishpress_authors_box]

২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

আগের দিন মঙ্গলবারও একজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর। আর সেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ জন।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট প্রাণ হারালেন ৪৩ জন। আর মোট হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৯৬ জন।

অধিদপ্তর জানাচ্ছে, মোট মৃত্যু হওয়া ৪৩ জনের মধ্যে বরিশাল বিভাগের আটজন, চট্টগ্রামে চারজন আর ঢাকায় ৩১ জন। আর ঢাকার ৩১ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছেন পাঁচজন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছেন ২৬ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারী ৫৩ দশমিক পাঁচ শতাংশ আর পুরুষের হার ৪৬ দশমিক পাঁচ শতাংশ। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে পুরুষের হার ৬০ দশমিক ছয় শতাংশ আর নারী রোগীর হার ৩৯ দশমিক চার শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৫ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের, ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৯ জন, মৃত্যু তিনজনের, মার্চে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন, মৃত্যু পাঁচজনের, এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের আর মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৪ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।

আর চলতি মাসের ২৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৩ জন তাদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত