Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

টানা ৩ দিন ডেঙ্গুতে মৃত্যু

Dengue cases break annual record in Bangladesh as death toll nears 500
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গু রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিনদিন ডেঙ্গুতে মৃত্যু হলো। পাশাপাশি হাসপাতালগুলোয় বাড়ছে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

মৃত কন্যাশিশুর বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে, সে চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাকে নিয়ে ডেঙ্গু রোগে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। যার মধ্যে ২০ জন পুরুষ ও ২৬ জন নারী।

সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ ডেঙ্গু রোগী। সে হিসেবে চলতি মাসের প্রথম দুইদিনেই ভর্তি রোগীর সংখ্যা ১০০ ছাড়াল।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে তিন হাজার ৭৫১ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ২৭৬ জন আর নারী এক হাজার ৪৭৫ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত