ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার আরও জানিয়েছে, এইডিস মশাবাহিত এই রোগ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল আগের ২৪ ঘণ্টায়। বাকি চারজনের মৃত্যু হয়েছিল তার আগের ২৪ ঘণ্টায়। অর্থ্যাৎ টানা তিন দিন ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দেশে।
অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিভাগের ৩৬-৪০ বছর বয়সী এক নারী। তাকে নিয়ে দেশে চলতি বছরে সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যু হলো ২৯ জনের।
তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রয়েছে ১৪ জন, বরিশাল বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ২ জন আর ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের আছে একজন করে।
এই ২৯ জনের মধ্যে জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ১০ জনের। ফেব্রুয়ারি ও মে মাসে মারা গেছে ৩ জন করে। মার্চে কারও মৃত্যু হয়নি। এপ্রিলে মারা গেছে ৭ জন এবং চলতি মাসে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৯ জন। তাদের নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা ৫ হাজার ৭৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগের আছে ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ জন, উত্তর সিটি করপোরেশনের ১৬ জন, ঢাকা বিভাগের ৫ জন।
মোট রোগীর মধ্যে জানুয়ারি মাসে ভর্তি হয়েছে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে এক হাজার ৭৭৩ জন আর চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগী সংখ্যা এক হাজার ৩৯৪ জন।