২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (৩০ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা) হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।
আগের দিন ৩০ জুনও ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৪৪ জন।
অধিদপ্তরের সোমবারের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় যার মৃত্যু হয়েছে তিনি নারী। তার বয়স ২১-২৫ বছরের মধ্যে। তাকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ২০ জন, নারী ২৫ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ৫১ জনসহ চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে তিন হাজার ৭০২ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ২৪৬ জন, নারী এক হাজার ৪৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ১ জুলাইয়ের রোগীর সংখ্যা এবং মৃত্যুকে জুন মাসের তালিকাভুক্ত করেছে। কারণ এই হিসাব ৩০ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত। এ হিসাবে জুনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৯ জন; এ রোগে মৃত্যু হয়েছে নয়জনের।