আবার বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
২৪ ঘণ্টায় দেশের হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শতাধিকে রোগী। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৩ জন। যা চলতি বছরের এখন পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগী।
এর আগে গত ৮ জুলাই একদিনে ৮৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছিল অধিদপ্তর।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১০৩ জনকে নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো চার হাজার ৩১১ জনে। এ সময়ে প্রাণ হারিয়েছে ৪৭ জন।
অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ১০৩ জনের মধ্যে ৪৮ জন পুরুষ আর ৪৫ জন নারী। মোট হাসপাতালে ভর্তি হওয়া চার হাজার ৩১১ জনের মধ্যে পুরুষ দুই হাজার ৬০৬ জন আর নারী এক হাজার ৭০৫ জন। শতাংশের হিসেবে আক্রান্ত পুরুষের হার ৬০ দশমিক পাঁচ শতাংশ আর নারী ৩৯ দশমিক পাঁচ শতাংশ।
তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যায় পুরুষ বেশি হলেও মৃতের সংখ্যায় নারীই বেশি। মোট মৃতদের মধ্যে পুরুষের হার ৪৪ দশমিক ৭ শতাংশ আর নারীর হার ৫৫ দশমিক ৩ শতাংশ।
চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৬০ জন আর মৃত্যু হয়েছে ৩ জনের।