Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ডেঙ্গুতে এবছর হাসপাতালে ভর্তি ৪ হাজার ছাড়াল

ডেঙ্গু
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক ডেঙ্গু রোগী। ফাইল ছবি
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।

সরকারি হিসাবে তাদের নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হলেন চার হাজার ৪১ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া চার হাজার ৪১ জনের মধ্যে পুরুষ দুই হাজার ৪৪৭ জন আর নারী এক হাজার ৫৯৪ জন। তবে রোগী সংখ্যায় পুরুষ বেশি হলেও মৃত্যুতে নারীর সংখ্যা বেশি। চলতি বছরে প্রাণ হারানো ৪৭ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ২৬ জন।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯০ জন আর এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এই হিসাবের বাইরে রয়েছেন অসংখ্য রোগী। দেশের একটা বড় সংখ্যক মানুষ চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার, এলাকার ওষুধের দোকান থেকেই চিকিৎসা নেন। সেইসঙ্গে রয়েছে অধিদপ্তরের তালিকার বাইরে থাকা হাসপাতাল। এসব হাসপাতালের রোগীর তালিকা অধিদপ্তরের হিসাবের বাইরে থাকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত