Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গু : একদিনে হাসপাতালে ৭৬ জন, মৃত্যু ১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  রোগী। ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ জন আর এ সময়ে মৃত্যু হয়েছে ১ জনের।

এর আগে গত ৮ জুলাই ১ জনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর। চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার ৪১১ জনে আর প্রাণ হারাল ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো রোগী একজন নারী এবং তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের ভেতরে।

অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬০ জন আর মৃত্যু হয়েছে ৪ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত