Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ডেঙ্গু : চলতি বছরে একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ss-dengue-fever-hospital-9-9-24
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

চলতি বছরে এই প্রথম একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ছয়শর বেশি রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের তথ্য বলছে, রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৫ জন, যা আগের দিন ছিল ৪৬৩ জন। এদিনও ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অধিদপ্তর জানাচ্ছে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৬১৫ জনকে নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো তিন হাজার ৪৪৪ জন আর এ মাসে মৃত্যু হলো ১৪ জনের।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তি একজন নারী এবং তার বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৬১৫ জনকে নিয়ে চলতি বছরে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৬ হাজার ২৮৫ জন আর এখন পর্যন্ত মৃত্যু হলো ৯৭ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত