দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবার বাড়ছে। গত দুই দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চারশোর ঘর ছাড়াচ্ছে। যদিও আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা কমেছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৩ জন, আগের দিন সংখ্যাটা ছিল ৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একজন, শনিবার যা ছিল তিনজন।
অধিদপ্তরের তথ্যমতে, প্রাণ হারানো ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। তার বয়স ছয় থেকে ১০ বছর।
চলতি বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৭০ জনে আর মোট মৃত্যু হলো ৯৬ জনের।
চলতি বছরে মোট রোগী সংখ্যায় নারী রোগীর হার ৩৮ দশমিক পাঁচ শতাংশ আর পুরুষ রোগীর হার ৬১ দশমিক পাঁচ শতাংশ। তবে মৃত্যুতে নারীর সংখ্যা বেশি; ৫১ শতাংশ আর পুরুষ মৃত্যুর হার ৪৯ শতাংশ।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৮২৯ জন আর মৃত্যু হলো ১৩ জনের।