Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ডেঙ্গু : অক্টোবরে আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড

dengue2
[publishpress_authors_box]

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৯৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক।

এর আগে গত ৬ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা ছিল একদিনে সর্বাধিক রোগী ভর্তিতে রেকর্ড। এর ১৪ দিনের মাথায় রোগী ভর্তিতে নতুন রেকর্ড হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে আরও ছয় জন। এদের নিয়ে দেশে ১০ মাসে মৃত্যু হলো ২৪৭ জনের।

সবশেষ মৃত ছয়জনের মধ্যে চারজন ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা, একজন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন চট্টগ্রাম বিভাগের। এদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, অক্টোবরের প্রথম ২০ দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৯৪২ জনে। এই সময়ে মৃতের সংখ্যা ৮৪।

এই হিসাবে অক্টোবরেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৮৮০ জনে।

এর আগে গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৮ হাজার ৯৭ জন, মৃত্যু হয়েছিল ৮০ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত